FEATUREDLatestNewsTechnologyবাণিজ্যস্থানীয় সংবাদ

কুষ্টিয়ায় ফ্রিল্যান্সাদের মিটআপ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুষ্টিয়া ৩ এপ্রিল ২০২৪।। কুষ্টিয়ায় হয়ে গেলো ফ্রিল্যান্সার মিটআপ ও ইফতার মাহফিল। কুষ্টিয়া ফ্রিল্যান্সার কমিউনিটির আয়োজনে বুধবার সন্ধ্যায় শহরের ধোয়া রেস্তোরায় এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন দেশের বিভিন্ন জেলার প্রায় দুই শতাধিক ফ্রিল্যান্সার। তথ্য প্রযুক্তি উদ্যোক্তা ও ফ্রিল্যান্সার এ এইচ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভেনাস আইটির সত্তাধিকার আব্দুল্লাহ আল ফারুক, মাহবুব আলম অভি, আশফিকুর রহমান আভাষ, এক্স-ব্রেইন ইনফো টেক এর প্রতিষ্ঠাতা খালেদ আবরার, এফিলিয়েট মার্কেটার আব্দুল আওয়াল সাগর, টি-শার্ট ডিজাইনার লিমন পারভেজ, ফ্রিল্যান্সার অনিক মাহমুদ, আসাদুজ্জামান, গ্রাফিক্স ডিজাইনার আমির হামজা প্রমুখ। কুষ্টিয়া ফ্রিল্যান্সার ইউনিটিকে শক্তিশালি ও বড় করতে এসময় বিভিন্ন জেলা থেকে আসা ফ্রিল্যান্সারদের সাথে আলোচনাও করেন অতিথিরা।

এসময় বহু দিক নির্দেশনাও দেওয়া হয় নতুন ফ্রিল্যান্সারদের। পরে আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্যোক্তারা পারস্পরিক সহয়তা ও ক্রমবর্ধমান প্রবৃদ্ধি বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ও পুরনোদের সমন্বয়ে এই কমিনিটিকে এগিয়ে নিতে হবে। ঘরে বসে না থেকে চাকরির পিছনে না ছুটে অনলেইনের মাধ্যমে ব্যকারত্ব দূর করার পরামর্শ দেন সফল উদ্যোক্তারা।

রাব্বী আহম্মেদ,
X-News24bd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *